নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৪০ হাদিস
নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ট নবী। দুনিয়াতে জীবিত অবস্থায় নবীজির দেখানো পথে চলা প্রত্যেক মুসলিমের জন্য একান্ত্য প্রয়োজন। যারা রাসূল (সাঃ) এর দেখানো পথগুলো অনুসরণ করে চলবে তারাই পরকালে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারবে। তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তাদের জন্য মিলবে জাহান্নাম থেকে মুক্তি। আমরা নবীজি (সাঃ) এর উম্মত এবং অনুসারী দল। আমরা যেন পথভ্রষ্ট্য না হই এ জন্য হুজুরে পাক (সাঃ) বারবার বলে গেছেন এবং আমরা যেন দুটি জিনিস আকরে ধরে রাখি। আর সে দুটি জিনিস হল আল কোরআন এবং রাসূল পাক (সাঃ) এর সুন্নত বা সুন্নাহ। আর যতক্ষন এ দুটি জিনিসকে...