স্বামীর হাতে স্ত্রী নির্মমভাবে হত্যার শিকার
বিয়ের ১ বছর পার না হতেই হত্যার শিকাড় হল এক নব বধু। হত্যাকারী আর কেউ নয়, হত্যাকারী তার স্বামী নিজেই। সাজিয়ে গুঁছিয়ে স্ত্রীকে নিয়ে যায় বোটানিকেল গার্ডেনে। এখানেই নির্মমভাবে গলায় উড়না পেঁচিয়ে স্ত্রী বন্যাকে হত্যা করে স্বামী রুবেল। ঘটনাটি ঘটে গত বার। এদিকে পুলিশ লাশ উদ্ধার করেছেন। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে ঘাতক রুবেল এবং তার এক সহযোগীকে। হত্যার কথা অকপটে স্বীকার করেছে ঘাতক রুবেল।
পুলিশের ভাষ্য মতে, হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত। প্রথমে স্বীকার না করলেও পরে...