ভিডিও আপলোড করে নেতিবাচক মন্তব্যের মুখে সুমন
গত বুধবার (২১ এপ্রিল) একটি হাসপাতালে খাবার বিতরণ করেন সুমন। হাসপাতালে খাবার বিতরণের ভিডিও বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেজে পোস্ট দেন।
কিন্তু তার ভক্তরা এই ব্যাপারটি সহজভাবে নিতে পারেন নি। শুরু হয় ফেসবুকে তার অনুসারীদর তীর্যক মন্তব্য। ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষনের মধ্যেই শুরু হয় ফ্যানদের নেতিবাচক মন্তব্য। প্রায় কয়েক হাজার মন্তব্য পরে কয়েক ঘন্টার মধ্যে। দানের ভিডিওকে লোক দেখানো বলে সমালোচনা করছেন তারই ভক্তরা।
ব্যারিস্টার সুমনের পেইজ থেকে নেওয়া কিছু মন্তব্যঃমো ইকবাল মাহমুদ তার কমেন্টে লেখেন – ‘তা আবার ভিডিও করে দেখানো লাগে? আল্লাহ কি দেখেন না?...