মাদ্রাসার প্রধান শিক্ষক নিখোঁজ
সংবাদ সম্মেলন করে নিখোঁজ মাদ্রাসার প্রধান শিক্ষকের খোঁজ চাইল তার পরিবার। মাদ্রাসাতুল কুরআনিল কারীম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলা আতীক উল্লাহ গত একমাস ধরে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। রাজধানী শ্যামলীর আদাবরে অবস্থিত এই মাদ্রাসাটি। তার খোঁজ চেয়ে গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
এমদাদ উল্লাহ (নিখোঁজ আতীক উল্লার ছোট ভাই ) লিখিত বক্তব্যে বলেন, গত ৪ অক্টোবর ২০১৯ইং রোজ শুক্রবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় থেকে তার ভাই বাড্ডায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু তিনি বাড্ডায় না যাওয়ায় এবং মোবাইলে একের পর এক কল দিয়ে না পাওয়ায়...