লুকাকুর ৫১ তম গোল মায়ের ৫১তম জন্মদিনে
এ যেন মিরাকেল এক ব্যাপার। ৫১ তম জন্ম দিন, ৫১ তম গোল।
প্রথম ফুটবলার হিসেবে দেশের জার্সিতে করলেন ৫০ আন্তর্জাতিক গোল। মজার ব্যাপার, ৫১তম গোলটা যেদিন করলেন সেদিন ছিল তার মায়ের ৫১তম জন্মবার্ষিকী। দরিদ্রতায় পিষ্ট তার করা ৫১ তম গোলটা নিশ্চয়ই বিশেষ কিছু হয়ে থাকবে লুকাকুর জীবনে। সে জন্যই তো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই গোল নিয়ে নিজের উচ্ছাস প্রকাশ করেছেন বেলজিয়ান এই ফুটবলার।
রোমেলো লুকাকু দরিদ্রতাকে জয় করে সেটা পেরেছেন। নিজের পরিবারের দরিদ্রতা ঘুচিয়েছেন। বেলজিয়ামকে তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। খেলছেন ইউরোপের সব নামি-দামি ক্লাবে। তার এতসব অর্জনের ভিড়ে দারুণভাবে রচিত করলেন এক যোগসূত্র! সেই মায়ের কান্না চিরতরে মুছবে বলে ফুটবল মাঠে...