অভাবের তাড়নায় ভাতের হাড়িতে পাথর ফোটাচ্ছেন মা
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস হানা দেওয়ার পর এই ভাইরাসকে রুখতে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই শুরু হয় লকডাউন। কিন্তু এই লকডাউন হাজারো মানুষের জীবনে নেমে এসেছে মহামারীর চেয়েও ভয়ংকর অবস্থা। এই লকডাউনে হাজার হাজার অসহায় মানুষ হয়েছেন সর্বহারা , হাজার হাজার মানুষের মুখের খাবার নিঃশেষ হয়ে গিয়েছে, চাকরি হারিয়েছেন কয়েক কোটি মানুষ ।
এই লকডাউনের ফলে প্রত্যেকটি পরিবারে নেমে এসেছে অন্ধকার। এমনই একটি ঘটনা আজ তোলে ধরবো-
ঘরে খাবার নেই, অভুক্ত দিন কাটছে ঘরের সন্তানদের । সন্তানদের অনাহারে মা দিশেহারা। কি করবেন এখন, কোথায় যাবেন খাদ্যের জন্য? সরকারী...