রাসেল ভাইপার থেকে সাবধান
সাপটির নাম রাসেল ভাইপার যেটা বাংলায় বলা হয় চন্দ্রবোড়া। সাপটি দেশের বিষধর সাপগুলোর মধ্যে সবার উপরে থাকবে বলা যেতেই পারে। এটি কামরানোর ৩০-১০০ মিনিটের মধ্যে এভিএস দিতে না পারলে নিশ্চিত মৃত্যু। আবার সুস্থ হওয়ার পরেও শরীরে পচন ধরে মৃত্যুর ও সম্ভাবনা থেকে যায়। বুঝতেই পারছেন কতটা বিষধর।
আরো খারাপ খবর হল এর এন্টিভেনম সম্ভবত ঢাকা মেডিকেল ছাড়া কোথাও পাওয়া যায়না। যেহেতু এটি বাংলাদেশের অন্যত্র পাওয়া যায় না, তার মানে ফলাফল হল, নিশ্চিত মৃত্যু।
আফসোসের ব্যাপার হল দেশের সকল সরকারী হাসপাতালে এন্টিভেনম থাকার কথা থাকলেও বেশিরভাগ হাসপাতালে এন্টিভেনম সাপ্লাই থাকে না।
একটি বিষয় জেনে রাখা ভালো, সাধারনত সাপের বিষ...