তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগ
আজ শনিবার ১২ই অক্টোবর ২০১৯ বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে এই ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগ উঠেছে। বাসটির সুপারভাইজার মানিক মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মানিক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।
পরে মাধবপুর এলাকায় এসে থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার ইটাখোলা স্থানে ওই বাসটিকে আটক করে সুপারভাইজার মানিককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। কেএম আজমিরুজ্জামান জানান, মানিককে গ্রেপ্তার দেখান হয়েছে। পরবর্তী...