ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
২০ এপ্রিল, ১৯৭১ইং, বেলা আনুমানিক ৩টা থেকে ৩৩০ মিনিট, বুড়িঘাট, নানিয়াচর, রাঙামাটি, বাংলাদেশ।
কাপ্তাই লেকের পানিতে তীব্র আলোড়ন তুলে পাকিস্তানি কমান্ডোদের স্পিডবোট দুটি দ্রুত ধেঁয়ে এল; পেছনেই আরও তিনটি লঞ্চ। পাকিস্তানি বাহিনীকে দেখামাত্র মুন্সি আব্দুর রউফ তার প্লাটুনের অন্য সহযোদ্ধাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি সংকেত দিলেন। তাঁর ঠিক কিছুক্ষণ পর নিজের ট্রেঞ্চের ভেতর সেঁধিয়ে গিয়ে লাইট মেশিনগানের গায়ে গাল ঠেকিয়ে সামনের স্পিডবোটটার ওপর নিশানা ঠিক করতে লাগলেন। খুব সামান্য সময়ের জন্য তার মেশিনগানের ব্যারেলটা দ্রুত এগিয়ে আসা স্পিডবোটটিকে অনুসরণ করল।
ইতোমধ্যে পাকিস্থানী বাহিনীর স্পিডবোট আর লঞ্চ থেকে ৩ ইঞ্চি মর্টারের গোলার সাথে বৃষ্টির...