মিথেন গ্যাসের “রহস্যময়” ধোঁয়া বাংলাদেশের আকাশে
বাংলাদেশের ওপর মিথেন গ্যাসের “রহস্যময়” ধোঁয়া। একাধিক আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি বাংলাদেশের বায়ুমণ্ডলে উচ্চমাত্রায় মিথেন গ্যাসের ধোঁয়া শনাক্ত করেছে । ব্লুমবার্গ বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাদের প্রকাশিত এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে থেকে দেখো যাচ্ছে স্যাটেলাইট ইমেজ ও ম্যাপে বাংলাদেশের আকাশে ‘রহস্যময়’ ধোয়ার অস্তিত্ব।
ব্লুমবার্গ এর মতে, টেকসই ও সবচেয়ে শক্তিশালী মিথেন গ্যাসের নিঃসরণ দেখতে পেয়েছে বাংলাদেশের বায়ুমন্ডলে। যা ভবিষ্যতে ভয়বহ আকার ধারনের সম্ভাবনা আছে। তবে তারা এর উৎস পরিষ্কারভাবে শনাক্ত করতে পারিনি’। এর উৎস নিশ্চিত না হওয়ায় বিষয়টিকে “রহস্যময়” বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। স্বাদ-গন্ধহীন এই গ্যাস শনাক্ত করা বেশ কঠিন। বিজ্ঞানীরা এর...