স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ফিল্ম এন্ড মিডিয়া স্টাডির ছাত্র হলেন মাসুদ রানা
শোবিজ দুনিয়াঃ মাসুদ রানা কে হবেন। অনেক জলপনা কল্পনার পর অবশেষে ফলাফল বের হেলো এবং সেই ফলফলের একমাত্র ভাগীদার হলেন রাসেল রানা। আসুন তার কাছ থেকেই শুনি, মাসুদ রানা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাসেল রানা বলেন, শুরু থেকে এ পর্যন্ত আসব, চ্যাম্পিয়ন হব, ভাবতেই পারিনি। কঠোর পরিশ্রম ও চেষ্টা ছিল। মাসুদ রানা হওয়ার স্বপ্ন মাথায় নিয়ে কাজ করে গিয়েছি। বড় একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই হিরো হতে পেরেছি।
তিনি বলেন, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে আবেদন করেছিলাম। এর পর গুলশানের একটি হোটেলে প্রথম দিন অডিশন হয়। আনুমানিক সাড়ে পাঁচশত প্রতিযোগী ছিল সেদিন। যারা এসেছিল, সবাই দেখতে সুন্দর, শিক্ষিত। প্রথম অডিশনেই...