আরবদের দৃষ্টি বাঙ্গালী নারীদের উপর সাথে জড়িত দেশী দালাল
“বাংলাদেশের নারীর রক্ত, শ্রম, আবেগ এবং সম্ভ্রমের (৯০ শতাংশ বাঙালি নারী সম্ভ্রমে বিশ্বাসী এখনও, এখানে আত্মসম্মানবোধটা বেশি শোভন মনে হয়, তারপরও সম্ভ্রম লিখলাম) বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে”।
এই দেশের দরিদ্র নারী এই দেশেও নিগৃহীত এবং সারা বিশ্বে দরিদ্র অশিক্ষিত অসহায় বাঙালি নারীগণ আরও হাজার গুণ বেশি নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত… নারী গাড়ির এবং মোবাইলের মেকানিক হতে পারে, ড্রাইভার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে ইত্যাদি ইত্যাদি সব হতে পারে, তাদেরকে এইসব লাইনে ট্রেইনিং দেন, দেশেই কর্ম সংস্থানের ব্যবস্থা করেন। দেশে কাজ আছে বৈকি, নইলে দেশ চলে কীভাবে? দেশে অনেক নার্স দরকার, তাদেরকে নার্সিং এর ট্রেইনিং দিয়ে দেশেই তাদের...