ভারতবিহীন ৬টি দেশ নিয়ে চীনের জোট গঠনের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন, করোনার টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি জোট গঠন করতে চায় চীন।
তিনি জানান, মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য ভারতকে ছাড়া ৬ দেশকে নিয়ে জোট করার জন্য চীন বাংলাদেশকে যে প্রস্তাব দিয়েছে, এতে সম্মতি দিয়েছে বাংলাদেশ। ভারতবিহীন এ জোটে থাকতে আপত্তি নেই বাংলাদেশের।
তিনি বলেন, চীনের এই উদ্যোগে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি আরো বলেন,...
1 Years Ago
15.1K Views
সুখবর নিয়ে হাজির হলো চীন
এই বছরের সবচেয়ে আলোচিত বিষয় হলো করোনা ভাইরাস। বিশ্বের প্রতিটি দেশ এই ভাইরাসের থাবায় আক্রান্ত। প্রতিটি দেশেই থেমে গেছে জীবন-জীবিকার চাকা। লকডাউনে স্থবির হয়ে গেছে অর্থনীতির চাকা। মানুষের মধ্যে নেমে এসেছে হতাশা ও উৎকন্ঠা।
ঠিক এমনই এক সময় চীন জানালো করোনার প্রতিষেধক প্রায় তৈরির পথে। শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। সম্প্রতী বানরের উপর তাদের আবিস্কৃত প্রতিষেধক প্রয়োগ করে শতভাগ সাফল্য পেয়েছে চীনের গবেষকরা।
তারা প্রতিষেধকের নাম দিয়েছে পিকোভ্যাক। সিনোভ্যাক বায়োটেক এ ভ্যাকসিন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বেইজিং এ অবস্থিত। ঐ প্রতিষ্ঠানের গবেষকরা জানান, প্রচলিত ভাইরাস প্রতিরোধী প্রক্রিয়া অনুসরণ করেই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।...