নেপালে গভীর রাতে ৪.৭ স্কেলে ভূমিকম্পন অনুভুত
২০১৫ সালের ভূমিকম্পনের ঘটনা এখনও সকলের চোখে ভাসছে। এখনও হয়তো অনেকেই সেই দিনটির কথা ভুলতে পারে নি। সেই ভূমিকম্পে দেশটিতে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
আজ নেপালের একাধিক এলাকায় মঙ্গলবার গভীর রাতে রিখটার স্কেলে ৪৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। । এসময় মানুষজন ঘর থেকে ভয়ে বাইরে বেরিয়ে আসেন। সুত্র- ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দেশটির জাতীয় সিসমোলজি সেন্টার জানিয়েছে, রাত ১১টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ১৮০ কিলোমিটার পূর্ব দিকে দোলাখা জেলায়। কম্পন ছড়িয়ে পড়ে কাঠমান্ডু, পারসা, কাসকি, সিন্ধুপালচোকে।
তবে এখনও...