সুইজারল্যান্ডে গণভোটে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন পৃথিবীর বিভিন্ন দেশ মুসলিমদেরকে নানান ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পরে লেগেছেন। তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ড তাদের দেশে এক গণভোটের আয়োজন করে। গণেভোটের উদ্দেশ্য মুসলিম নারীদের বোরকা ও নিকাব নিষিদ্ধ।
গণভোটে প্রকাশ্যস্থানে মুখ ঢাকা পোশাকের উপর নিষেধজ্ঞা আরোপের পক্ষেই বেশি ভোট পরে। এক জরিপে দেখা যায়, সামান্য কিছু ভোটের ব্যবধানে এই নিষেধাজ্ঞা পরে। নিষেধাজ্ঞার পক্ষে ৫১২% ভোট পরে এবং বিপক্ষে পরে ৪৮৮% ভোট।
উল্লেখ্য, এই গণভোটের প্রস্তাব করেছিল দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি এবং তারা বোরকা ও নিকাবের বিরুদ্ধে মুসলিম নারীদের ছবি ব্যববহার করে বিভিন্ন প্লাকার্ড ব্যবহার করে...