গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৬জন শিশু নিহত
বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে রূপনগরে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আরোও ২০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবারের এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বেলুন বিক্রেতা নিজেই গ্যাস তৈরি করতেন।
ঘটনাটি সামনে থেকে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী (সাকিব) জানায়, আমরা ৩ বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দেখি একজন লোককে (সোহেল) ঘিরে অনেকগুলো শিশু দাঁড়িয়ে আছে। কৌতুহলবশত সেখানে গিয়ে দেখি, একটি সিলিন্ডারের ভেতর পানি, ছাই এবং ক্যামিকেল দিয়ে গুতোগুতি করছে ওই লোক। তাকে মামা সম্ভোধন করে বলি, এটা তুমি কী করছো? সে কোনো উত্তর দেয় না। পাশ থেকে একজন উত্তর দেয় ওই লোক (সোহেল) বেলুনে গ্যাস...