পিচাশের কবলে ২৬দিনের শিশু কন্যা
স্টাফ রির্পোটারঃ খবরের টাইটেলটি পড়ে অনেকেই ভাবতে পারেন। এই ২০২০ সালে পিচাশ আসলো কোথা থেকে। রুপ কথার সেই বড় বড় দৈত্যদের কথাও মনে পরে যায়। টাইটেলটি এভাবে শুরু না করলেও হতো। কিন্তু মানুষের চরিত্র যখন একটি রুপ কথার দৈত্যের চরিত্রের সাথে মিলে যায় তখন টাইটেলের এমন নাম দেওয়া ছাড়া আর কোন উপায়ই থাকে না।
এবার আসি মুল খবরে, যেখানে একটি সন্তানের নিরাপদ স্থান বাবার কোল। সেই কোল থেকেই আছাড় মেরে ২৬ দিনের কন্যা সন্তানকে হত্যা করেছেন একজন বাবা নামক হিংস্র পিশাচ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায়।...