তুরস্ককে ঠেকাতে কুর্দি সেনারা চুক্তি করেছে সিরিয়ার সরকারের সাথে
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় অভিযান আরো বিস্তৃত করছে তুরস্ক। ইতিমধ্যে সীমান্তবর্তী শহর রাস আল আইন দখলে নিয়েছে তুরস্ক। এদিকে তুরস্ক সেনাদের ঠেকাতে সিরিয়া সরকারের সাথে চুক্তি করেছে কুর্দি বাহিনী। আর ঐ চুক্তির অংশ হিসেবে যোগ দিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। এতে তুরস্কের সাথে বড় ধরনের যুদ্ধ হওয়ার আংশকা দেখা দিয়েছে সিরিয়া সেনাবাহিনীর।
সিরিয়ার বার্তা সংস্থার বরাত দিয়ে ইরান এর গন মাধ্যম বার্ড টু ডে এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর তাল তামার ঢুকে পরেছে দেশটির সরকারী সেনারা। কুর্দিদের সাথে চুক্তি হওয়াতে সৈন্য পাঠায় দামেস্ক সরকার। তাল তামার শহরটি রাস আল আইন শহরের ৩৫ কিলোমিটার দক্ষিন পশ্চিম দিকে অবস্থিত। রাস আল আইন শহরটি...