বেন গুরিয়ান বিমান বন্দর বন্ধ ও জরুরী আশ্রয়কেন্দ্র খোলার সিধান্ত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া দখলদার বাহিনীর হামলায় বুধবার পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৯ জন।
১৩ই নভেম্বর রাত ১০টার কিছুক্ষন আগে আন নাসের সালাউদ্দিন ব্রিগেড,আল কুদুস ব্রিগেড, আমৌদি ব্রিগেড, আল আকসা শহীদ ব্রিগেড ও মুজাহিদিন ব্রিগেডের এক যৌথ বিবৃতিতে ইজ্রাঈলকে সতর্ক করে দেওয়ার পর; রাত ১০টার পর ইজ্রাঈল তাদের গুরুত্বপূর্ণ ‘বেন গুরিয়ান’ বিমান বন্দর বন্ধ ও জরুরী আশ্রয়কেন্দ্র খোলার সিধান্ত নিয়েছে।
সশস্ত্র গ্রুপগুলি যৌথ রকেট ও মর্টার শেল হামলায় অংশ গ্রহণ নিয়েছে। তারা অল্প সময়ের মধ্যে ইজ্রাঈলে ৬০...
3 Years Ago
1.2K Views
দখলদার বাহিনীর হামলায় বুধবার পর্যন্ত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে
যুদ্ধ যুদ্ধ একটি ভাব তৈরি হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে। ফিলিস্থিনি এক প্রভাবশালী কমান্ডার/নেতাকে পরিবার সহ হত্যা করার পর থেকেই এই ঘটনার সুত্রপাত্র ঘটে। এর রেশে মঙ্গলবার থেকে শুরু হওয়া দখলদার বাহিনীর হামলায় বুধবার পর্যন্ত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিনের গাজার একটি হসপিটালের ইমারজেন্সি রুমের বেডের দৃশ্যি এটি। বিছানায় লেগে থাকা হতাহত ফিলিস্তিনীদের রক্ত। ১৩ই নভেম্বর রাতের দিকে ইসরায়েলি বিমান থেকে গাজায় একটি মোটরসাইকেলে হামলায় শহীদ ও আহত হওয়ার খবর জানাচ্ছে ফিলিস্তিনী সাংবাদিকেরা। অবস্থা খুবই ভয়াবহ বলে জানাচ্ছেন তারা। ইস্রাঈল তাদের সেনাবাহিনী বৃদ্ধি করেছে এবং থেমে থেমে হামলা করছে ফিলিস্থিনিদের...