ভারতে পেঁয়াজের ধস, কেজি প্রতি ৬ রুপি
পেঁয়াজের ধসে এখন ভারত। গতকাল সর্বকালের সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে এই মহামূল্যবান পেঁয়াজ। লাসাগাঁও অনলাইন মার্কেটে খবর নিয়ে জানা যায় কেজিপ্রতি পণ্যটি ৬ থেকে ১০ রুপি দরে বিক্রি হয়েছে। এরই মধ্যে ন্যায্য মূল্য না পাওয়ায় দেশটির কৃষকরা এখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে কেন্দ্রকে চাপ দিচ্ছেন। ভারত সরকার এরই মধ্যে কৃষকের চাপে কর্ণাটকে উৎপাদিত পেঁয়াজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে । প্রতি চালানে সর্বোচ্চ ৯ হাজার মেট্রিক টন রপ্তানি করা যাবে বেঙ্গালুরু পেঁয়াজ। চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে এ পেঁয়াজ রপ্তানি করা যাবে এবং এ জন্য হর্টিকালচার কমিশনারের অনুমতি নেওয়া লাগবে ।
হটাৎ করে পেঁয়াজ এর দাম কমার কারন হিসেবে বলা হয়েছে...