সুখবর নিয়ে হাজির হলো চীন
এই বছরের সবচেয়ে আলোচিত বিষয় হলো করোনা ভাইরাস। বিশ্বের প্রতিটি দেশ এই ভাইরাসের থাবায় আক্রান্ত। প্রতিটি দেশেই থেমে গেছে জীবন-জীবিকার চাকা। লকডাউনে স্থবির হয়ে গেছে অর্থনীতির চাকা। মানুষের মধ্যে নেমে এসেছে হতাশা ও উৎকন্ঠা।
ঠিক এমনই এক সময় চীন জানালো করোনার প্রতিষেধক প্রায় তৈরির পথে। শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। সম্প্রতী বানরের উপর তাদের আবিস্কৃত প্রতিষেধক প্রয়োগ করে শতভাগ সাফল্য পেয়েছে চীনের গবেষকরা।
তারা প্রতিষেধকের নাম দিয়েছে পিকোভ্যাক। সিনোভ্যাক বায়োটেক এ ভ্যাকসিন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বেইজিং এ অবস্থিত। ঐ প্রতিষ্ঠানের গবেষকরা জানান, প্রচলিত ভাইরাস প্রতিরোধী প্রক্রিয়া অনুসরণ করেই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।...