জাতি নির্মমতা আরোও একবার দেখলো তুহিনের নিথর দেহের মাঝে
নির্মমতার বুঝি যে বর্ননা ছিল তা এই পাশবিকতার কাছে হার মেনেছে। মানুষ দিন দিন বনের পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। মানবতা আজ আহলে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। পুরো জাতির অবস্থায় দিন দিন এমন রুপ ধারন করছে।
ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামে। কদম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কোমলমতী ছয় বছরের ছোট্ট একটি শিশুর গলাকাটা নিথর দেহ। নিষ্পাপ এই শিশুটির নাম তুহিন। নিষ্পাপ শিশুটির দেহ থেকে কেটে নেয়া হয়েছে দুটি কান, শরীর থেকে গোপনাঙ্গও বিচ্ছিন্ন করে ফেলেছে ঘাতকরা! এখানেই নিষ্ঠুরতার শেষ নয়, হত্যার পর শিশুটির পেটে ঢুকিয়ে রাখা হয়েছে দুটি ধারালো ছুরি। যেন নির্মম নিষ্ঠুর নির্যাতন...