একদিকে দায়িত্বগ্রহন অন্যদিকে চাকরিচ্যুত
ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন হয়েছে গত ১ই ফেব্রুয়ারী ২০২০ইং এবং ২৭শে ফেব্রুয়ারী দক্ষিণ এবং উত্তরের উভয় মেয়র শপথ গ্রহন করেন। কিন্তু দীর্ঘ ২ মাস এর উপর কেউই তাদের কাজ বুঝি নেন নি। গত বুধবার ১৩ই মে উত্তরের মেয়র তার দায়িত্ব বুঝে নেন। ১৬ই মে দায়িত্ব বুঝে নেন দক্ষিণের মেযর তাপস।
দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই মেয়র মহোদয় চাকরিচ্যুত করেন দক্ষিণের দুই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তার। চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।
খবরটি নিশ্চিত করেন ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব...