পাবলিক হেলথে অ্যাওয়ার্ড পেলেন ডা. মাহবুব হোসেইন
নাম তার ডা মাহবুব হোসেইন। তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। কিছু দিন পর চলে যান দেশের বাইরে। সেখানে তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকার “টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি” তে অধ্যয়নরত আছেন।
প্রথম বাঙালি হিসেবে যুক্তরাষ্ট্রে পাবলিক হেলথে অ্যাওয়ার্ড পেলেন ডা মাহবুব হোসেইন। ২০১৯ সালে সর্বপ্রথম বাঙালি হিসেবে পাবলিক হেলথ বিভাগে এই এওয়ার্ড পেলেন খুলনা মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা মাহবুব হোসেইন। AMIA বা আমেরিকান মেডিকেল ইনফরমেটিক্স এসোসিয়েশন এর LEAD (Leadership and Education Award Donation) ফান্ডের ২০১৯ এ এওয়ার্ড পান এবং ডা মাহবুব হোসেইনই একমাত্র বাঙালি ও সর্বকনিষ্ঠ রিসার্চার হিসেবে “কোপেনহেগেন...