ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে দিত হলো তার প্রান। ঘটনাটি ঘটেছে মুগদা এলাকায়। জীবন ঘোষ (২৯), খাবারের প্রতি তার অন্যরকম ভালবাসা ও ভাললাগা। এই ভালবাসা থেকেই সে সিদ্ধান্ত নেয়ে একটি খাবারের দোকান দেওয়ার। বাসার পাশে উত্তর মুগদায় গড়ে তুলে ‘জীবন ফুড ফ্যান্টাসি’ নামে একটি খাবারের দোকান।
তবে, খাবারের দোকানটি সে একলা চালাতো না। তার দোকানের সহযোগিতা করতেন তার মেজো ভাই মিঠুন, ছোট ভাই রাজীব এবং তার পিতা নারায়ন ঘোষ। কিন্তু দোকানের প্রধান ছিলেন জীবন। তার সাথে সবসময় থাকতো তার ছোট ভাই রাজীব। সে সার্বক্ষনিক সহযোগীতা করতো জীবনকে।...