আধুনিক যুগে এসেও আইয়্যামে জাহিলিয়াত কেও হার মানাচ্ছে ‘চুরাল মুরিয়াল’ ঘটনা
‘চুরাল মুরিয়াল’ হচ্ছে শিশুবলির অপর এক নাম। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মেভেলিক্কারার ছেত্তিকুলাঙ্গারা মন্দিরে আড়াইশো বছরের ঐতিহ্য হিসেবে মানুষ বলি দেওয়ার এক ভয়ানক ধর্মীয় রীতি পালন করা হয়। যার নাম চুরাল মুরিয়াল।
ওই মন্দিরে মার্চ মাস নাগাদ অনুষ্ঠিত হয় কুম্বাভারানি উৎসব। প্রতিবারের মতো এ বছর ১১ মার্চ ছেত্তিকুলাঙ্গারা মন্দিরের আরাধ্য বিগ্রহ ভদ্রকালীর উদ্দেশে আয়োজন করা হয় চুরাল মুরিয়াল। যদিও গত বছরই এই অমানবিক প্রথার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেরল হাইকোর্ট।
https://youtube/jlH_I-CMlEs
ভিডিওঃ টাকা দিয়ে বালক ক্রয় করা হচ্ছে।...