চীনের রাষ্ট্রদূতকে মৃত অবস্থায় পাওয়া গেছে ইসরায়েলে
দু ওয়েই তিনি ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু উনার মৃত দেহ পাওয়া গেছে তেল আবিবে উনার নিজের অ্যাপার্টমেন্টে। তিনি উত্তর তেল আবিব থাকতেন।
বিবিসি জানিয়েছে, তাদের কাছে এই খবরটি নিশ্চত করেছেন ইসরায়েলের একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি তার পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। তিনি আরোও জানান, ইসরায়েলের নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ঐ অ্যাপার্টমেন্টে আসলে কি হয়েছিল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
তিনি আরোও জানান, তদন্ত থেকে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে তা থেকে অনুমান করা যাচ্ছে এটি একটি স্বাভাবিক ঘটনা। তার মৃত্যু হয়েছে ঘুমের...
8 Months Ago
788 Views
করোনা ভাইরাস ছড়ানোর পিছনে দায়ী কে?
করোনার উৎপত্তি এবং সর্বপ্রথম আক্রান্ত হয়েছিল চীনে। উহান শহরে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল হাজার হাজার মানুষ। প্রথম দিকে কাদা ছুড়াছুড়ি না থাকলেও পরবর্তিতে ইউরোপ, আমেরিকায় এই ভাইরাস ব্যাপক তান্ডব চালালে তখন সন্দেহের তীর ছুড়া হয় চীনের দিকে।
কিন্তু চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার এক খ্যাতনামা লেখক ও বিশেষজ্ঞ দাবি করে বসেছেন বণ্যপ্রাণীর বাজার থেকে নয় বরং উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তিনি জোড়ালো ভাবে দাবি করেন, কিছু তথ্য প্রমান থেকে বলা যায়, ভাইরাসটি অবশ্যই চীনের উহানের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে, কোনো বণ্যপ্রাণীর বাজার থেকে নয়।...
9 Months Ago
611 Views
৬ লাখ সুরক্ষা মাস্ক হাসপাতালগুলো থেকে প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস সহ অন্যান্য দেশ
নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএফপিকে জানায়, ২১ মার্চ ১৩ লাখ মাস্ক চীন থেকে আসে। স্বাস্থ্যকর্মীদের এরইমধ্যে প্রায় ৬ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে চালানের বাকি অংশ স্থগিত করা হয়েছে। এতে বলা হয়, এই মাস্ক পুরোপুরি মুখ ঢাকে না এবং এতে ত্রুটিযুক্ত ফিল্টার দেওয়া। এই মাস্ক পড়লে আক্রান্ত হওয়ার সম্ভবনা আরো বেড়ে যায়। সুত্রঃ dw
এদিকে চীনের দেয়া কীটে ৮০% ভুল রিপোর্ট পাওয়া গেছে স্পেনে। ইতালিতে ব্যাপক সাবধানতা অবলম্বনের পরোও করোনা ভাইরাসের ব্যাপক হারে ছড়িয়ে পরার জন্য চীনের দেয়া চিকিৎসা সরঞ্জামকে দায়ী করা হচ্ছে। দেশটির ডাক্তার নার্সদের মধ্যে অত্যাধিক হারে সংক্রমণ ছড়িয়ে পরা সে দিকে...
10 Months Ago
580 Views
করোনার ভিতরেই হান্টারের আঘাতে চিনে একজনের মৃত্যু
ভাইরাসের পর ভাইরাস একটি শেষ না হতেই আরেকটি আবার একটির মাঝেই আরেকটি। কিন্তু কেন? একবারও কি চিন্তা করে দেখেছেন কেন প্রকৃতি হটাৎ করে রাগান্বিত হয়ে উঠলো।
চীনের দিকে তাকালে দেখা যায় তারা নিজে কোন সৃষ্টিকর্তাকে মানে না এবং অন্য ধর্মের মানুষকেও সৃষ্টিকর্তাকে মানতে দেয় না। ঠিক ইসরাইল, ইতালি, স্পেন এর মতো ইউরোপের দেশগুলোরও একই অবস্থা। ভাইরাসগুলোর প্রকৃতি, তাদের আচরনগুলো দেখলে মনে হচ্ছে তারা যেন কার আদেশ পালন করছে। আসলেই কি তাই। প্রশ্নটি পাঠকদের কাছেই থাকলো।
এবার আসি মূল খবরে, মহামারীর মতো ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। পরিস্থিতি এতটাই খারাপ যে একের পর এক শহর...
10 Months Ago
688 Views
অন্ধকারে আলো হিসেবে দেখা দিয়েছে জাপানের টয়ামা কেমিক্যাল
করোনাভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ ভাইরাস প্রজাতি। এ ভাইরাসের জিনোম নিজস্ব আরএনএ দিয়ে গঠিত। এর জিনোমের আকার সাধারণত ২৬ থেকে ৩২ কিলো বেস পেয়ার (kilo base-pair) এর মধ্যে হয়ে থাকে যা এ ধরনের আরএনএ ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ। করোনাভাইরাস শব্দটি ল্যাটিন করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ মুকুট। কারণ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মত। ভাইরাসের উপরিভাগে প্রোটিন সমৃদ্ধ থাকে যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। এ প্রোটিন সংক্রামিত হওয়া টিস্যু বিনষ্ট করে। ভাইরাসটি ডাইমরফিজম রুপ প্রকাশ করে। ধারনা করা হয়, প্রাণীর দেহ থেকে এই ভাইরাস প্রথম মানবদেহে প্রবেশ করে।
করোনাভাইরাস...
10 Months Ago
489 Views
নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির গবেষণাগারেই জন্ম করোনা ভাইরাসের
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের (চ্যাপেল হিল) সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড রালফ ব্যারিক ২০১৫ সালের নভেম্বরে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ‘নেচার মেডিসিনে’। সেখানে তিনি চীনের ঘোড়া বাদুড়ের লালা থেকে নমুনা সংগ্রহ করে এক ধরনের করোনাভাইরাসকে সক্রিয় করে তা নিয়ে গবেষণা করেছিলেন, যার বৈজ্ঞানিক নাম দেন এসএইচসি-০১৪। এ গবেষণার কারণ জানিয়ে সে সময় যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ফ্রান্সিস কলিন্স বলেছিলেন, অণুজীবের মাধ্যমে জৈব নিরাপত্তা এবং সতর্কতামূলক বিষয়গুলোকে আরও সুদৃঢ় করতেই এ ধরনের গবেষণায় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। গবেষণাগারের প্রকৌশলবিদ্যা ব্যবহার করে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতার বিচিত্র কয়েকটি দিক নিয়ে গবেষণা করা হয়েছে।...
11 Months Ago
190 Views
নয়াদিল্লি ও তেলেঙ্গানায় নতুন করে দুইজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে
করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। ১৯৬০-এর দশকে মুরগির ব্রঙ্কাইটিসের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মত করোনাভাইরাসের সঙ্গে পরিচিত হন।
২০১২ সালে আসে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) করোনাভাইরাস, যে রোগে আক্রান্ত ২৪৯৪ জনের মধ্যে ৮৫৮ জনের মৃত্যু হয়।
এ পরিবারের নতুন সদস্য ‘নোভেল’ করোনাভাইরাসের মানবদেহে সংক্রমণের বিষয়টি প্রথম শনাক্ত করা হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসটির নাম দেয় ২০১৯-এনসিওভি।
করোনাভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ ভাইরাস। এ প্রজাতির ভাইরাসের জিনোম নিজস্ব আরএনএ দিয়ে গঠিত। এর জিনোমের আকার সাধারণত ২৬...
11 Months Ago
441 Views
মানুষ হত্যার জন্যই করোনাভাইরাস তৈরী করা হয়েছিল
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় এবার প্রাণ গেলো উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও- এমন খবর এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। চীনের স্বাস্থ্য কমিশন জানায়, একদিনে ২ হাজার ৪৮ জন নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছে। তবে হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, “গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে উওহান হাসপাতালের প্রধান মারা গেছেন, তবে এখনও এখনো তার চিকিৎসা চলছে।” খবর মেইল অনলাইনের। এরইমধ্যে অন্তত ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। আর, এখন পর্যন্ত মারা গেছেন ১৭...
11 Months Ago
320 Views
মেসুত ওজিলের বিপক্ষে তারই ক্লাব আর্সেনাল!
শুক্রবার মেসুত ওজিলের করা টুইট সম্পর্কে দেয়া এক বিবৃতিতে আর্সেনাল বলেছে, ‘সোশ্যাল মিডিয়ায় মেসুত ওজিলের করা মন্তব্য তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে, এর সাথে ক্লাবের মতাদর্শের কোনো সম্পর্ক নেই। আর্সেনাল সবসময়ই একটি অরাজনৈতিক সংগঠন।’ আর্সেনালের এই বিবৃতি চীনের সামাজিক মাধ্যম ওয়েবসাইট ওয়েইবোতে প্রকাশিত হয়েছে।
চীনে উইঘুর মুসলিমদের সাথে হওয়া আচরণ সম্পর্কে জার্মান ফুটবলার মেসুত ওজিল যে টুইট করেছে সেটির সাথে তার ক্লাব আর্সেনালের সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতি প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। খবর বিবিসি বাংলার।
এর আগে, ওজিল তার পোস্টে চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করেন। একই সঙ্গে চীনের কর্তৃপক্ষ ও উইঘুরদের পক্ষ না নেয়া মুসলিমদেরও সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য,...
1 Years Ago
339 Views
উইঘুররা চীনাদের সঙ্গে সাহসিকতার চরম রূপ দেখিয়ে স্বাধীনতা অর্জন করে
সাল ১৯৭১ তারিখ ২৫শে মার্চ হয়তো সেই সময় এর কথাটি তখন যারা প্রাপ্ত বয়স্ক ছিলেন তাদের মনে আছে। হ্যাঁ ঐ রাতটি বাংলাদেশর জন্য একটি ভয়াবহ রাত ছিল। হঠাৎ সশস্ত্র অবস্থায় নীরিহ নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর হামলা চালায় পাকিস্থানি হানাদার বাহিনী। যাকে যেখানে পায় সেখানেই হত্যা বা শহীদ করা হয়। কিন্তু এখন যে ঘটনাটি রিখবো এটি একটু অন্য রকম কিন্তু ভয়াবহতা খুবই নির্মম। সেদিন পাকহানাদার বাহিনী প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালায় এভাবে এটি একটি নিয়মে পরিনত হয়। একসময় ঘরও যেন তখন নরকে পরিনত হয়। মনে করেন বর্তমানে সেইদিনটির মতো সশস্ত্র বাহিনীর সদস্যরা আপনার বাড়িতে ঢুকে প্রিয়জনদের ধরে নিয়ে যাচ্ছে, তাদের...