রোহিঙ্গা গণহত্যার বিচার চলছে
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি আজ মঙ্গলবার শুরু হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ওই মামলা করেছে। রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া এবং রাখাইনে গণহত্যার আলামত নষ্টের বিভিন্ন আলামত উল্লেখ করে গাম্বিয়ার করা অন্তর্বর্তী পদক্ষেপের নির্দেশনার বিষয়ে তিন দিনের এই শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ।
শুনানি শুরু হয় দ্য হেগের স্থানীয় সময় সকাল ১০টায়, বিভিন্ন দেশের কূটনীতিক, রোহিঙ্গা এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে । সে দেশের আইন ও বিচারমন্ত্রী আবুবকর মারি তামবাদু গাম্বিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন । মিয়ানমারের পক্ষে লড়ছেন দেশটির স্টেট কিাউন্সিলর অং সান সু চি। শুনানির শুরুতে আন্তর্জাতিক...