খারাপের ভিড়ে অসহায়দের কান্না চাপা পরে যায়
বর্তমানে ভিক্ষা করা একটি পেশায় পরিনত হয়ে গিয়েছে। উনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে তেমন অভাবে না পরলে মানুষ ভিক্ষা বা সাহায্যের জন্য রাস্তায় নামতো না। তবে, সামান্য কিছু মানুষকে দেখা যেত ভিক্ষা করতে এবং তারা আসলেই খুব গরীব ছিলেন। ঠিক মত খেতে পেতেন না, ছিলনা মাথা গোজার কোন স্থান। এ হিসাবে তাদের সংখ্যা ছিল মাত্র ১০০ জনের মধ্যে ১০ জন। কিন্তু দিন দিন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাওয়ার দরুন সুস্থ এবং অবস্থাশালী ব্যক্তিরাও ভিক্ষা পেশায় নেমে পরে এবং এর সাথে রয়েছে বিশাল এক সিন্ডিকেট। এই সিন্ডিকেট বিভিন্ন স্থান থেকে ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে তাদের দিয়ে এই...