হেগে মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা
অবশেষে কোন একটি দেশের টনক নড়ল মায়ানমারদের বিরুদ্ধে তাও আবার ২০১৯ সালের প্রায় শেষের দিকে। তবে, এই উদ্যোগটি অনেকের জন্য বিষের মতো মনে হলেও রোহিঙ্গাদের জন্য কিছুটা হলেও হতাশার মাঝে আশার আলোর মতো। মামলাটি করেছে গাম্বিয়া নামক একটি দেশ। অথচ সৌদিআরব সহ আরোও অনেক বড় বড় দেশ ছিল যে রাষ্ট্রগুলো ইসলামিক দেশ হিসেবে পরিচিত।
বিস্তারিতঃ গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মামলা করেছে। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালতে গাম্বিয়া অভিযোগে উল্লেখ করে মিয়ানমার গণহত্যা করে ‘জেনোসাইড কনভেনশন’ ভঙ্গ করেছে। গাম্বিয়ার আইন মন্ত্রী আবুবকর তামবাদউর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাম্বিয়া প্রমাণ হিসেবে...