কুমিরের মতো দেখতে Alligator Gar প্রজাতির মাছের সন্ধান
গত সোমবার অদ্ভুত আকারের একটি মাছটি ধরা পড়ে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বারবহালা গ্রামের জেলেদের জালে। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই গ্রামের একটি মাছের ঘের (যেখানে মাছ চাষ করা হয়) থেকে এই মাছটি উদ্ধার করা হয়। মাছটি উদ্ধারের ঘটনা এলাকায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আসে মাছটিকে এক নজর দেখতে। মাছটির গোটা শরীর দেখতে মাছের মতো হলেও মুখটি আবার এক্কেবারে কুমিরের মতো।
এদিকে মৎস্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, কুমিরের মতো মুখওয়ালা মাছটি আসলে অ্যারাপাইমা “Arapaima”, যা এলিগেটর গের “Alligator...