পদত্যাগ গুঞ্জনের অবসান! ক্ষমা প্রার্থনা কিশোর কুমার দাসের
পদত্যাগ করেছেন এমন একটি পোস্ট করা হয়েছিল স্বেচ্ছাসেবকদের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজে। সেখানে পদত্যাগের কারন উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই পোস্ট ২৪ ঘন্টা পার হয়নি এর মধ্যেই আরেকটি পোস্টে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস তার পদত্যাগের বিষয়ে বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
আত্মপক্ষ সমর্থন করে তিনি তার পোস্টে বলেন, বিদ্যানন্দের পক্ষে লিখতে গিয়ে অনুমানভিত্তিক অন্যকে দোষারোপ না করতে সবার প্রতি অনুরোধও করেন তিনি। তিনি আরো লিখেন, বিদ্যানন্দ থেকে তিনি পদত্যাগ করছেন না।
তিনি বলেন, কোন চাপে এই সিদ্ধান্ত নেই নি আমি। শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে...