কাশ্মিরে যা হচ্ছে তা সংবিধান পরীপন্থী
‘‘ইয়ে ঠিক নেহি হুয়া। ইয়ে ধোঁকা হুয়া হামারে সাথ।’’
গত বৃহস্পতিবার ভারত তথা ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির এবং লাদাখ এর জন্য একটি কলঙ্কিত দিন। এই দিনটিতেই ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশেষজ্ঞতের মতে, এটি ভারতের জন্য একটি কলঙ্কিত কালো অধ্যায়।
এদিকে,
– জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ করেন গিরিশচন্দ্র মুর্মু এবং
– লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পদে শপথ নিয়েছেন রাধাকৃষ্ণ মাথুর।
এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ বার কাশ্মিরে উন্নয়নের জোয়ার বইবে।
গত ৫ আগস্ট ২০১৯ ইং ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকে প্রশাসনের নির্দেশে শ্রীনগরের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। কিছুদিন পর প্রশাসন দোকানপাট খুলতে বলে। কিন্তু কাশ্মিরি ব্যবসায়ীরা দোকান খোলতে...