গাছ প্রেমি সেই সুমাইয়া হাবিবকে গাছ উপহার দেয় গ্রিন সেভার্স
শখ করে ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছিলেন। কিন্তু তাদেরই আরেক প্রতিবেশি গাছগুলোকে কেটে ফেলেন। ঐ মূহুত্বের দৃশ্যগুলো ভিডিও করে ফেইসবুকে দিয়ে দেওয়া হয় এবং এরই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে মোটামুটি বৃহৎ একটি অংশ এর প্রতিবাদ জানান। তারই ফল সরুপ বাসার ছাদে বাগানের গাছ কেটে ফেলায় মর্মাহত সেই নারীকে উপহার দেয়া হয়েছে গাছ। আজ দুপুরে সুমাইয়া হাবিবের বাসায় গিয়ে গাছ গুলো উপহার দেয় পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স।
উল্লেখ্য ভিডিওটি যখন ফেইসবুকে ভাইরাল হয় ঠিক তখনই গাছ কাটা সেই নারীর (খালেদা আক্তার লাকি) ছেলে লিখন ফেসবুক লাইভে এসে জানান, আসল জিনিসটা আপনারা কিন্তু জানেন না। ভিডিওতে কত কিছু দেখা যায়, জাস্ট ইনস্ট্যান্ট যে...
1 Years Ago
699 Views
গাছ পরিবেশ নষ্ট করে তাই সমস্ত গাছ কেটে ফেলেছেন
এই সংবাদটি একটু অন্যরকম। এতো দিন আমরা শুনেছি গাছের সাথে প্রেমের কথা। এখন জানবো গাছের সাথে শত্রুতার কথা। হ্যাঁ ঠিকই দেখছেন লিখাটি। তবে, ঘটনাটির প্রকৃত সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ফেইসবুকের একটি গ্রুপ থেকে ভিডিও এবং লিখাটি আংশিক নেওয়া হয়েছে।
নাম উনার সুমাইয়া হাবিব (ফেইসবুক থেকে নেওয়া হয়েছে নামটি) শখ করে ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছিলেন। উনারা যে বাড়িতে থাকেন এটি একটি অ্যাপার্টমান্ট। এই বিল্ডিং এ উনাদের ২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট ২টি উনারা ক্রয় করেছিলেন। যে মহিলাটি উনাদের গাছগুলো কেটে ফেলেন উনিও একই বিল্ডিংএর বাসিন্দা।
এবার আসি মুল ঘটনায়। ঘটনাটি শুনুন সুমাইয়া হাবিব এর মুখে থেকেই-
ঠিক...