দিয়া আরেফিন এবং নানীর বাণী নামে দুইটি বই নিষিদ্ধ
মুসলিম বই নিষিদ্ধ করা হলেও ইসলাম বিরুধী বই এতো দিন যাবৎ বই মেলায় বিক্রি হয়ে আসছিল। কিন্তু এই নিয়ে ইসলামী কোন দলের কোন ধরনের মাথা ব্যাথা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ হয়ে আসছিল। তারই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া বই দুটিতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী ও বিদ্বেষমূলক’ লেখা রয়েছে উল্লেখ করে তা বুধবার আদালতের নজরে আনেন।
বিচারপতি মো মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ বইটি দেখেন এবং বইটির ভিতরের লিখা পড়ে বিব্রতবোধ করেন পরে তারা তা নিষিদ্ধের আদেশ দেন। আদালত তার আদেশে একুশের বইমেলায় থাকা বই দুটির কপি জব্দ এবং তা বিক্রি...