ইউএনও এর বিচক্ষনতা এবং শান্তিপূর্ন সমাধানে ব্রীজের নিচের দেওয়াল অপসারন
ব্রীজের নিচে একটি ওয়াল গাঁথা হয়। বর্তমানে খালটি শুকনো থাকলেও বর্ষাকালে খালের পানির বাঁধার সৃষ্টি হত। ফলে জমিতে পানি এবং নৌ চলাচল এ মারাত্বক প্রভাব পরতো। কিন্তু ইউএনও একরামুল সিদ্দিকের বিচক্ষনতার দুরুন নিশ্চিত ক্ষতি এবং ভবিষ্যৎ মারামারি থেকে জিনদপুর ইউনিয়নবাসী রক্ষা পেল।
ইউএনও একরামুল সিদ্দিক তার ফেইসবুক এ লিখেন, অবশেষে ব্রীজের তলদেশে বিনা অনুমতিতে অবৈধভাবে তৈরিকৃত দেয়াল অপসারণ করা হচ্ছে। আগামীকাল এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে পাশেই ব্যাক্তি মালিকানাধীন জায়গায় মসজিদটি ও নির্মাণ করা হবে।
আজ অত্র...