ইরাকে মোসাদের স্থাপনায় হামলা, নিহত ৩ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসটিভি ও টাইমস অব ইসরাইল তাদের ওয়েবসাইটে ইরাকে মোসাদের স্থাপনায় হামলার কথা নিশ্চিত করেছে। ইরাকের নিরাপত্তা বাহিনীও খবরটি নিশ্চিত করেছেন বলে নিউজ করেছে ইরাকের অনেকগুলো মিডিয়া।
ইরাকের সাবেরিন নিউজ মঙ্গলবার গভীর রাতে জানিয়েছে, ইরাকের উত্তর দিকে মোসাদের গোয়েন্দা সংস্থার উপর “প্রতিরোধ যোদ্ধা” (কারা হামলা করেছে নিশ্চিত নয়) হামলা করেছে এবং এতে তিন জন নিহত হয়। তবে, উচ্চ পদস্থ ইরাকি সামরিক কমান্ডার রাশিয়ান টিভি নেটওয়ার্ক আরটি-কে দেওয়া সাক্ষাত্কারে বলেছিলেন যে তারা এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনও সংবাদ পায়নি।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরাইলের একটি জাহাজ...