আইসিসির কাছে ক্রিকেট কমিটির সুপারিশ
আইসিসি নতুন নিয়ম করে আইন করতে যাচ্ছে খুব শীঘ্রই। তাদের নিয়মের মধ্যে সবার আগে প্রধান্য পাচ্ছে থুথু বলে লাগানো যাবে না। মূলত বলের সাইন (সুইং) আনার জন্য বলের মধ্যে থুথু মেখে কাপড়ের অংশে ঘষা হয়। আইসিসির ক্রিকেট কমিটি সুপারিশ করেছে আইন করে বলে থুতু মাখানো নিষিদ্ধ করার জন্য। এই সুপারিশটি করেছেন অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি।
তবে, তারা বলেছেন বলের চকচকে বা সাইন আনার জন্য থুথুর স্থানে শরীরের ঘাম লাগিয়ে তা করা যাবে।
ক্রিকেট কমিটি তাদের বৈঠকে সুপারিশ করেন আরোও অন্যান্য বিষয়ে এর মধ্যে (অনিরেপক্ষ) ম্যাচ অফিসিয়াল নিয়োগ এবং বাড়তি ডিআরএস...