ভারতে এবার সোয়ান ভাইরাসের আক্রমন
করোনার আঘাতে বিধ্বস্ত পুরো ভারত; এর উপর সোয়াইন ভাইরাসের আক্রমন। ভারতকে এবার দুটি ভাইরাসকেই এক সাথে মোকাবেলা করতে হবে। চিন্তিত সরকার।
সোয়ান ফিভার কিছুদিন ধরে ভারতের রাজ্য আসামে থাবা বসিয়েছে। সেখানে ইতিমধ্যে প্রায় ২৮০০ শুকর মারা গেছে। আসাম রাজ্যের রাজ্য সরকার দাবি করেছে, এই ভাইরাসটিও করোনার মতো চীন থেকে এসেছে। কিন্তু তারা দাবি করলেও তাদের কাছে যথেষ্ঠ প্রমান নেই।
তবে, স্থানীয় পরিসংখ্যান বলছে ২০১৮ থেকে ২০২০ এর মধ্যে মোট ৬০ শতাংশ শূকর মারা গিয়েছে এই ভাইরাসের কারণে।
সোয়ান ফিভারটির ইতিহাস ঘেটে জানা যায় এটি প্রথম দেখা...