শাকিবের পর এবার বাপ্পির সাথে অপুর জুটি
অবশেষে বাপ্পি চৌধুরীর সাথে অপু বিশ্বাসের প্রথম ছবির মাধ্যমে নতুন জুটির সূচনা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
এরই মধ্যে নতুন আরেকটি ছবি প্রিয় কমলা ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন বাপ্পি ও অপু বিশ্বাস। ছবিটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি তৈরি হবে। এরই মধ্যে ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের কাজ করেছেন জয়।
ছবিতে দুটি গান থাকবে। ১৮ই নভেম্বর ২০২০ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা বলে জানিয়েছেন পরিচালক এবং এ বছরই ছবিটি যেন মুক্তি দেওয়া যায় প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের পরিকল্পনার কথা জানান।...