৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
যেভাবে হোক ভ্যাকসিন বাংলাদেশে দেওয়া হবেইঃ দোরাইস্বামী
বুধবার এনডিটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বলেন, আগামী তিন মাসের মধ্যে টিকা রফতানির সম্ভাবনা নেই।
তিনি আরাও বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই মাসের মধ্যে টিকা রফতানির দিকে তাকানো উচিত হবে না। এই মুহূর্তে টিকা রফতানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তিনি আরোও জানান, ভারতে আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকেই টিকা দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে প্রতি মাসে দেশটির আরও ২০ লাখ ডোজ বেশি প্রয়োজন। সে দিকটায় বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, আগামী জুন-জুলাইয়ে আবারও সামান্য পরিমাণে টিকা রফতানি শুরু হতে পারে। এই দিন তিনি ভারতের বাজারে করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের দাম ঘোষণা করেন। ভ্যাকসিনের দাম রাজ্য সরকারের জন্য ৪০০ রুপি ও বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ রুপি নির্ধারণ করা হয়। সেরামের দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে ভ্যাকসিনের দাম কমানো হয়েছে।
অন্যদিকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় সম্পর্ক থাকায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এরই মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। তিনি দু’দেশের শূন্যরেখায় প্রবেশের সময় এই মন্তব্য করেন। উনাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।