৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
হিফজুল কুরআন ২০২১ ঢাকা জুন ৪ এর প্রতিযোগীতা সম্পন্ন
ইসলাম ডেস্কঃ কুরআনের ছোঁয়া – দেশ ব্যাপী জাতীয় হিফজুল কুরআন ২০২১ প্রতিযোগীতার ঢাকা জোন ৪ এর অডিশন মারকাযুত তা’লীম ইন্টারন্যাশনাল হিফযুল কুরআন মাদ্রাসা বাছাই পর্ব সফলভাবে সম্মন্ন হয়েছে।
প্রায় শতাধিক হাফেজে কুরআন প্রতিযোগীর অংশগ্রহনে বাছাই পর্ব শেষ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ইযেস কার্ড এবং ৬ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগীতার প্রধান বিচারক হিসেবে ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ রায়হান ভুঁইয়া এবং সাথে ছিলেন হাফেজ মোহাম্মদ সালাহউদ্দিন ফয়সাল সহ আরোও অনেকে।
বাছাই পর্ব শেষে ঢাকা জোন ৪ প্রতিযোগীতার সমাপ্ত ঘোষণা করা হয়।
মিডিয়া পার্টানার হিসেবে রয়েছেঃ পিউরবাংলা, পিবিটিভি এবং কিউটিভি।