৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
হিফজুল কুরআন ২০২১ ঢাকা জুন ২ এর প্রতিযোগীতা সম্পন্ন
ইসলাম ডেস্কঃ বিজয় দিবস উপলক্ষ্যে কুরআনের ছোঁয়া – দেশ ব্যাপী জাতীয় হিফজুল কুরআন ২০২১ প্রতিযোগীতার ঢাকা জোন ২কাজী বাড়ী দারুল নূর মডেল মাদ্রাসা, উত্তরখান, ঢাকায় বাছাই পর্ব সফলভাবে সম্মন্ন হয়েছে।
প্রায় অর্ধশতাধিক হাফেজ এর অংশগ্রহনে বাছাই পর্ব শেষ হয়েছে।

প্রতিযোগীতার বিচারক হিসেবে ছিলেন শায়েখ এমাদ উদ্দিন আল মাদানী, হাফেজ ক্বারী মাওলানা ফয়সাল সহ আরোও অনেকে।
বাছাই পর্ব শেষে সকলকে ক্রেস্ট উপহার দেওয়ার মাধ্যমে ঢাকা জোন ২ প্রতিযোগীতার সমাপ্ত ঘোষণা করা হয়।
মিডিয়া পার্টানার হিসেবে রয়েছেঃ পিউরবাংলা, পিবিটিভি এবং কিউটিভি।