Breaking News :

নেপালে গভীর রাতে ৪.৭ স্কেলে ভূমিকম্পন অনুভুত

২০১৫ সালের ভূমিকম্পনের ঘটনা এখনও সকলের চোখে ভাসছে। এখনও হয়তো অনেকেই সেই দিনটির কথা ভুলতে পারে নি। সেই ভূমিকম্পে দেশটিতে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আজ নেপালের একাধিক এলাকায় মঙ্গলবার গভীর রাতে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। । এসময় মানুষজন ঘর থেকে ভয়ে বাইরে বেরিয়ে আসেন। সুত্র- ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দেশটির জাতীয় সিসমোলজি সেন্টার জানিয়েছে, রাত ১১টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ১৮০ কিলোমিটার পূর্ব দিকে দোলাখা জেলায়। কম্পন ছড়িয়ে পড়ে কাঠমান্ডু, পারসা, কাসকি, সিন্ধুপালচোকে।

তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । কয়েক দিন আগেই ভারতের রাজধানীতে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এবার নেপালেও আঘাত হানলো ভূমিকম্প।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালের গোরখা জেলায় ৭.৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ওই সময় ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া প্রায় পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া, ১৩ই মে ২০২০ রাত ৪.৪১ মিনিটে সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু লুগনভিলে থেকে ৩৮৪ কিমি দূরে ৬.৬ মাত্রার , ১১ই মে ২০২০ রাত ৪.০৭ মিনিটে আমেরিকার সাল্টন সিটিতে ৪.৫ মাত্রার, ১১ই মে ২০২০ রাত ৫.৫৮ মিনিটে হিটাচি, ইবারাকী, জাপান ৫.৮ মাত্রার, ১১ই মে ২০২০ রাত ১২.০৪ মিনিটে বলিভিয়া এবং চিলি সান পেড্রো ডি আতাকামা, চিলি থেকে ১৮ কিলোমিটার দূরে ৫.৫ মাত্রার, ১০ই মে ২০২০ রাত ১.১৮ মিনিটে ক্যাভিট, ফিলিপাইন ৫.৩ মাত্রার ভূমিকম্পন অনুভুত হয়।

বাংলা ক্যালেন্ডার