ব্রাহ্মবাড়িয়া জেলায় অডিশনের মাধ্যমে হিফজুল কুরআন ২০২০ প্রতিযোগীতা শুরু
নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন
ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমাবার রাত ৮টা ৩০মিনিটে তিনি স্ট্রোক করে মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
দলটির যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুল লতিফ নেজামী সাহেব তার গোপীবাগের বাসায় থাকতেন। ইফতারি করার পর মাগরিব নামাজের অযু করতে যান। অযু করা অবস্থায় তিনি জ্ঞান হারান। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৩০মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের পাশাপাশি নেজামে ইসলাম পার্টির সভাপতি ছিলেন আব্দুল লতিফ নেজামী। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের সৈয়দনগর।
রাজনীতির পাশাপাশি আব্দুল লতিফ নেজমী দৈনিক সরকার নামে একটি পত্রিকা সম্পাদনাও করতেন।