Breaking News :

আফগানিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা হটাৎ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দশকের যুদ্ধের কারণে দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত। দাতব্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে মহামারির কারণে খাদ্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় ৭০ লাখেরও বেশি শিশু অনাহারে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে আফগানিস্তানে সরকারের প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনাভাইরাসে আক্রান্ত। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৪৬৯।

এই ভাইরাসে দেশটিতে এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কম হওয়ার পাশাপাশি পরীক্ষার সংখ্যাও খুব সীমিত।

বাংলা ক্যালেন্ডার