৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে জসিম উদ্দিনের জানাজা
বাংলাদেশ পুলিশের করোনা যুদ্ধে প্রথম শহীদ জসিম উদ্দিনের জানাজা বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে।
২৪ তারিখ তার করোনার উপসর্গ প্রকাশ পায়। গত ২৫ তারিখ আইইডিসিআর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ফকিরাপুল আল সালাম হোটেলে। মঙ্গলবার রাত ১০টায় তিনি তিনি মৃত্যুবরণ করেন (ইন্না… রাজিউন)। ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর থেকে জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের প্রথম শহীদ করোনা যোদ্ধা কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)।
পুলিশ কন্সটেবল জসিম (৩৯) কাঠালিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপ) ওয়ারী বিভাগের ওয়ারী থানায় কর্মরত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয় জসিমকে।
জসিমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু, পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন, এস আই সুজয় ও পরিবারের লোকজন।