৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
ইরাকের তাজ ক্যাম্পে রকেট হামলায় ২ মার্কিন সেনা নিহত
দুইজন আমেরিকান এবং একজন ব্রিটিশ সার্ভিস সদস্য গতকাল বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের দিকে ইরাকের বাগদাদের পাশে অবস্থিত তাজ ক্যাম্পে রকেট হামলায় নিহত হয়েছেন এবং ১২ জনের মতো লোক আহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন কর্নেল মাইলস ক্যাগিনস তার টুইটের মাধ্যমে।
তিনি তার টুইটে বলেন, ১৫টির মতো ছোট রকেট হামলা করা হয় তাজ ক্যাম্পে। এদিকে ইরাকি সেনাবাহিনী দাবী করে, উত্তর বাগদাদের থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত তাজ ক্যাম্পে ১০টির মতো রকেট আঘাত করে এবং তারা কোন কিছুই উল্লেখ করেনি হামলাটি কে চালিয়েছে।
ব্রিটিশ ডিফেন্স মিনিস্টার থেকে একজন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা হয় এবং বিষয়টি নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে বলে জানান। এদিকে কিছু আমেরিকান সংবাদ মাধ্যম বলছে আমেরিকান সেনাবাহিনী ইরাকী আনবার প্রদেশে, ইরাক ও সিরিয়ার বর্ডারের কাছাকাছি বিমান হামলা চালিয়েছিল এরই সুত্র ধরে এই হামলাটি তাজ ক্যাম্পে হয়ে থাকতে পারে।