৩৮ দেশে ছড়িয়ে পরেছে অমিক্রন, মৃত্যুর কোন খবর নেইঃ ডব্লিউএইচও
ভারতের শত্রু রাষ্ট্রগুলো যা করতে পরেনি, বিজেপি তা করতে চাইছেঃ রাহুল গান্ধী
ভারতের শত্রু দেশগুলো যা করতে পারেনি, মোদি সরকার সেটি করার সর্বোচ্চ চেষ্টা করছে বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে রাহুল এই কথা বলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রাজঘাটের ওই বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে ভারতীয় সংবিধানের মুখবন্ধ পড়ে শোনান সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার আহ্বানও জানান তাঁরা। বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতসহ আরও অনেকে।