ব্রাহ্মবাড়িয়া জেলায় অডিশনের মাধ্যমে হিফজুল কুরআন ২০২০ প্রতিযোগীতা শুরু
পরকীয়া ধরা পরায় রক্তক্ষয়ী সংঘর্ষ
একটি প্রানীর মধ্যে ঠিক মানুষের অনুভূতি এবং শেষ পর্যন্ত রক্তক্ষয়ি সংঘর্ষের মধ্য দিয়ে সমাপ্তি। ঘটনাটি ঘটেছে পেঙ্গুইন সম্প্রদায়ের মধ্যে যা রীতি মত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাকে পরিনত হয়েছে।
পেঙ্গুইন দম্পতির পুরুষ সাথীটি/স্বামী খাবারের খোঁজে বাইরে গিয়েছিল। কিছুক্ষন পর সে বাড়ি ফিরে আসে এবং দেখতে পায় তার স্ত্রী অন্য একটি পুরুষের সাথে পরকীয়ায়/ভাবের আদান প্রদানে ব্যস্ত। এরপর স্ত্রী তাকে ছেড়ে ওই পুরুষের সঙ্গে চলে যেতে চায়। এতে স্বামীর মেজাজ হারিয়ে ফেলে এবং অন্য পুরুষের সঙ্গে মারামারি শুরু করে দেয়। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়।
নিজের সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে মারামারি করছে ‘স্বামী’ পেঙ্গুইন। সেই ঘটনার ভিডিও গত মঙ্গলবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ‘ন্যাট জিও চ্যানেল’। তার পরই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যানিম্যাল ফাইট নাইট অনুষ্ঠানের একটি অংশ হলো এই ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, সঙ্গিনীকে নিয়ে দুই পুরুষ পেঙ্গুইন মারামারি করছে। সেই মারামারিতে দু’জনের গা দিয়েই রক্ত ঝরছে। কিন্তু কেউই কারোও কাছে হার মানছে না।
স্ত্রী পেঙ্গুইনটি পুনরায় তার স্বামীর কাছে ফিরে আসে এবং সেই সাথে সংঘর্ষ থেমে যায়।
A fight breaks out when a husband comes home and finds his wife with another penguin. pic.twitter.com/9ejYGcJ5TJ
— Nat Geo Channel (@NatGeoChannel) November 4, 2016